হারানো জিনিস খুঁজে দেবে আইফোন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫১

ইউজারদের প্রয়োজনীয় জিনিস (গাড়ির চাবি, ঘড়ি, ওয়ালেট ইত্যাদি) ভুলে অন্য জায়গায় ফেলে গেলে তা খুঁজে পেতে সাহায্য করবে অ্যাপলের নতুন ডিভাইস।

ম্যাক রিউমার্সের প্রতিবেদন অনুযায়ী, যেসব প্রয়োজনীয় জিনিস মানুষ মনের ভুলে কোথাও ফেলে যান তা ট্র্যাক করে খুঁজে পেতে সাহায্য করবে অ্যাপল ডিভাইস।

তবে ধারণা করা হচ্ছে নতুন ডিভাইসটি অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৩’ ইনবিল্ট যুক্ত থাকবে।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই প্রোডাক্টির কোড নাম ‘বি৩৮৯’। যা আইফোনের ভেতরে থাকবে। এর সঙ্গে প্রয়োজনীয় জিনিসগুলো ট্যাগ করে রাখতে হবে। ফলে মনের ভুলে ঘরের মধ্যে কোথাও ফেলে গেলে ফোনের সাহায্যে তা খুঁজে পাওয়া যাবে।

আইওএস ১৩’র ইন্টারনাল সিস্টেমে ‘ফাইন্ড মাই’ নামে একটি নতুন ট্যাব পাওয়া যাবে।

সূত্র: ম্যাক রিউমার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত