অপ্রাপ্তরয়স্কদের জন্য ৪ ভিডিও গেম নিষিদ্ধ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৩

যাদের বয়স ১৮ বছরের কম বা প্রাপ্তবয়স্ক নয় এমন নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ায় গত তিন মাসে অন্তত চারটি ভিডিও গেম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান শ্রেণিবদ্ধকরণ বোর্ড (এসিবি)।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিও গেমের শ্রেণিবদ্ধকরণ নিয়ে দেশটি অনেক দিনের সমস্যা কাটিয়ে উঠার চেষ্টা করছে।

‘প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধ’ শ্রেণিবদ্ধকরণটি চালু করা পরই অস্ট্রেলিয়া বেশ কয়েকটি ভিডিও গেম নিষিদ্ধ করা হয়।

এসিবি পরিচালক মার্গারেট অ্যান্ডারসন জনান, গেমগুলোতে মাদক ব্যবহার করায় বাস্তবেও অপ্রাপ্ত বয়সী নাগরিকরা মাদক গ্রহণে ঝুঁকে পড়ছে। কিছু কিছু ভিডিও গেম মানুষের মনে বিরূপ প্রভাব ফেলছে। মানসিক বিকাল বাধাগ্রস্ত করছে। তাই এইসব গেম নিষিদ্ধ করে দেয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ডেজেড নামের একটি ভিডিও গেম নিষিদ্ধ করা হয়। এর পর স্থানীয় সময় গেল মঙ্গলবার উই হ্যাপি ফিউ, হটলাইন মিয়ামি এবং বনাইরি নামের আরও তিনটি গেম নিষিদ্ধ করে এসিবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত