ম্যাসেঞ্জার-হোয়াটসঅ্যাপে গোপনে পড়া যাবে বার্তা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৬

অনেকেই যোগাযোগের মাধ্যম হিসেবে ম্যাসেঞ্জার আর হোয়াটসঅ্যাপকেই বেছে নেন অনেকে। আর কোনো বার্তা পাঠালে তা দেখার সঙ্গে সঙ্গে জানতে পারেন প্রেরক। অর্থাৎ ম্যাসেজ দেখার পর প্রেরক চ্যাট বক্সে ‘সিন’ নামক একটি শব্দ দেখতে পান এবং এতে সময়ও দেখা যায়।

যদি এমন হয় যে আপনি ম্যাসেজ পড়লেন কিন্তু অপরপক্ষ তা জানবে না। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের রিড রিসিপট ফিচারটি সাময়িকভাবে অকার্যকর করার মাধ্যমে এর সমাধান করা সম্ভব।

গোপনে বার্তা পড়তে চাইলে স্মার্টফোনটির সেটিংস অপশনে প্রবেশ করে ‘এয়ারপ্লেন মোড’ চালু করতে হবে। এবার বার্তা পড়া শেষে অপশনটি বন্ধ করে দিয়েই আবার আগের মতো ম্যাসেঞ্জারের সব সুযোগ মিলবে। 

হোয়াটসঅ্যাপে এই সুবিধা পেতে প্রবেশ করুন সেটিংস পেজে। এরপর পর্যায়ক্রমে অ্যাকাউন্ট, প্রাইভেসি অপশনে ক্লিক করুন। সেখানে গিয়ে ‘টার্ন অব রিসিপটস’ অপশনে ক্লিক করলেই মিলবে এ সুবিধা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত