ফেসবুক দেবে জরুরি মুহূর্তের তথ্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৯, ১৩:৩১

গ্রাহকদের জন্য জরুরি প্রয়োজনে জীবন রক্ষাকারী তথ্য দিয়ে সাহায্য করবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। 

‘লোকাল অ্যালার্ট’ নামের একটি নতুন হেল্প সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ফেসবুক ইউজারকে তার অবস্থান অনুযায়ী বড় কোনো সন্ত্রাসী হামলা কিংবা বৈরী আবহাওয়া সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করবে।

সঙ্কটাপন্ন মূহুর্তে বন্ধুদেরকে নিজের অবস্থান সম্পর্কে জানাতে সেফটি চেক নামের একটি ফিচার অনেক আগে থেকেই ফেসবুকে রয়েছে। তবে নতুন এই ফিচারটি একজন ইউজারকে তার অবস্থানে সংগঠিত কোনো অপ্রীতিকর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পারবে ফেসবুক।

তবে এই ফিচারটি ঠিক কীভাবে কাজ করবে এবং কতটুকু বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারবে তা জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত