নকিয়ার সব ফোন পাবে অ্যান্ড্রয়েড ১০ আপডেট

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১১:৫৯

ফোনের বাজারে নকিয়া এক সময় শীর্ষে থাকলেও এখন সেই তুলনায় বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এবার প্রতিষ্ঠানটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ওয়ান ফোন আনার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ ফোনগুলো সবসময় আপডেট পাবে এবং ব্যবহারকারীদের চাহিদা মেটাতে সক্ষম হয়।

সেই বিবেচনা নিয়ে এইচএমডি গ্লোবাল ঘোষণা করেছে, তাদের সব ফোনই অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ১০ বা কিউ আপডেট পাবে।

চলতি বছরের শেষ প্রান্তিক থেকেই অ্যান্ড্রয়েড ১০ আপডেট পেতে শুরু করবেন নকিয়ার ব্যবহারকারীরা। শেষ প্রান্তিকে নকিয়া ৭.১, ৮.১ এবং নকিয়া ৯ পিওরভিউ অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাবে।

২০২০ সালের শুরুতে নকিয়া ৬.১, ৬.১ প্লাস এবং নকিয়া ৭ আপডেটটি পাবে। সে বছরের জানুয়ারিতে নকিয়ার এই ফোন তিনটি আপডেট পাবে। এছাড়াও ফেব্রুয়ারিতে নকিয়া ২.২, ৩.১ প্লাস, ৩.২ এবং ৪.২ আপডেট পাবে। মার্চে আপডেট পাবে নকিয়া ১ প্লাস, ৫.১ প্লাস এবং ৮ সিরোক্কো। বছর শেষ প্রান্তিকে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাবে নকিয়া ২.১, ৩.১, ৫.১ এবং নকিয়া ১। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত