x

এইমাত্র

  •  ব্রাজিলের এক ক্লাবেই করোনা পজিটিভ ১৬ ফুটবলার
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৬৪২ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৫ লাখের অধিক, সুস্থ হয়েছেন ৩১ লাখেরও বেশী
  •  করোনার তীব্রতা কমে গেছে, দাবি এইমসের
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৫ জনের

বাজারে আসছে নকিয়ার ৫-জি স্মার্টফোন

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৯:১১

নকিয়ার মালিকানাধীন ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল বাজারে আনতে যাচ্ছে নকিয়া ব্র্যান্ডের ফাইভ-জি প্রযুক্তির নতুন মোবাইল।

তথ্য-প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বছরেই বাজারে আসতে পারে নকিয়ার ফাইভ-জি প্রযুক্তির নতুন স্মার্টফোন।

এইচএমডি গ্লোবালের প্রধান পণ্য কর্মকর্তা জুহো সারভিকাস বলেন, ‘ফাইভ–জি যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে সাশ্রয়ী দামে ফাইভ–জি স্মার্টফোন বাজারে ছাড়বে এইচএমডি গ্লোবাল। বাজারে প্রচলিত ফাইভ–জি স্মার্টফোনের দামের সঙ্গে প্রতিযোগিতা করে পার্থক্য তৈরি করার পরিকল্পনা করেছি।’

তবে, বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বাজারে ফাইভ-জি প্রযুক্তির ফোন প্রচলিত থাকলেও নকিয়া মনে করছে গ্রাহকরা নতুন মডেলের ফোনের পেছনেই ছুটবে। আর এখানেই একটি বিষয়ে বেশ এগিয়ে থাকবে নকিয়া। 

জুহো সারভিকাস বলেন, নকিয়া ফাইভ–জি ফোনের দাম বর্তমানে বাজারে থাকা ফাইভ–জি ফোনের অর্ধেক হবে। এর দাম ৪০০ থেকে ৫০০ মার্কিন ডলারের মধ্যেই থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত