ভুল বানান ও ব্যাকরণ ঠিক করে দেবে জিমেইল

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৩:৪৫

ইমেইল পাঠাতে গিয়ে আমরা অনেক সময় বানানে ভুল করে থাকি। এমনকি মাঝেমাঝে ব্যাকরণেও ভুল হয়ে যায়। এই সব ভুলের জন্য যে কেউ যে কোনো সময় বিপাকে পড়তে পারেন। জিমেইল সম্প্রতি এক নতুন আপডেট এনেছে, যা আপনাকে এ সমস্যা থেকে উদ্ধার করবে।

দেনন্যাক্সটওয়েবের এক প্রতিবেদনে জানা যায়, গুগল জিমেইলের নতুন একটি আপডেট এনছে। ওই আপডেট চালু হলে জিমেইলে যেকোনো ধরনের লেখা স্বয়ংক্রিয়ভাবে শুদ্ধ হয়ে যাবে। বর্তমানে ওই আপডেটটি জি-সুইট ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

জানা যায়, লেখার সময় আপনি যদি কোনো বানান ভুলে করেন, তাহলে জিমেইল স্বয়ংক্রিয়ভাবে ভুল বানানটিকে শুদ্ধ করে দেবে। অন্যদিকে যদি কোনো লেখায় ব্যাকরণে ভুল করেন তাহলে ভুল অংশটিতে ব্লু লাইন দিয়ে মার্ক করে ব্যবহারকারীকে শুদ্ধ করার নির্দেশনা দেবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত