মোবাইল অ্যাপে বিমানের টিকিট

প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১৬:০৪

টিকিট কাটার ভোগান্তি দূর করতে বিমানের টিকিট মোবাইল অ্যাপে কাটার সুবিধা চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আগামী অক্টোবর থেকে মোবাইল অ্যাপে পাওয়া যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন করে তৃতীয় ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ ‘গাঙচিল’ যুক্ত হয়েছে।

বিমান সচিব বলেন, এক সময় বিমানের টিকিট চাইলেই নাই, অথচ সিট খালি যায় এমন অভিযোগ থাকলেও এখন সে অভিযোগ পাওয়া যায় না। আধুনিকায়নের মাধ্যমে বিমানের অনিয়ম ও দুর্নীতি দূর করা হচ্ছে।

চলতি বছর কোন ধরনের ফ্লাইট বাতিল ছাড়াই হজ ফ্লাইট পরিচালনা করেছে। এমন কি যাত্রীদের ভাড়াও কমানো হয়েছে। তবে খুব অল্প সময়ের মধ্রে বিমান লাভজনক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত