শীর্ষস্থানে গুগল অ্যাসিস্ট্যান্ট

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৫:৩৮

অ্যাপলের সিরি এবং অ্যামাজনের অ্যালেক্সার স্থান দখল করে দক্ষতার দিক থেকে শীর্ষ আছে গুগল অ্যাসিস্ট্যান্ট।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লুপ ভেঞ্চারস ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো কত শতাংশ নির্দেশনা বুঝতে পারে তা নিয়ে এক জরিপ চালিয়েছে। এর মধ্যে জানা যায়, গুগল অ্যাসিস্ট্যান্ট ১০০ শতাংশ, সিরি ৯৯ দশমিক ৮ শতাংশ ও অ্যালেক্সা ৯৯ দশমিক ৯ শতাংশ নির্দেশনা বুঝতে পেরেছে।

তবে সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে গুগল শীর্ষে। ভয়সে অ্যাসিটেন্টগুলোর মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট ৯২ দশমিক ৯ শতাংশ, সিরি ৮৩ দশমিক ১ শতাংশ উত্তর ও অ্যালেক্সা ৭৯ দশমিক ৮ শতাংশ সঠিক উত্তর দিয়েছে।

তবে এবারের জরিপে লুপ ভেঞ্চারস মাইক্রোসফটের কর্টানাকে যুক্ত করেনি। কর্টানাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন তা মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রাইবারদের কাজে আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত