চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-২

প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১৩:৪২

সম্প্রতি চন্দ্রযান-২ নামের একটি ভারতীয় নভোযান আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-২ যে গতি নিয়ে চাঁদের কক্ষপথে ঢোকার কথা তার থেকে বেশি গতি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে। তাই এর গতির ওপরে গোটা প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছে।

আরো জানায়, নির্দিষ্ট গতির থেকে কম গতিতে চন্দ্রযান-২ কক্ষপথে ঢুকলে চাঁদের অভিকর্ষ বলের টানে এটি আছড়ে পড়তে পারে চাঁদের মাটিতে।

চাঁদের কক্ষপথে ঢোকার পর সেটি সেখানে পাক খাবে পনের দিন। তারপর আগামী ৭ সেপ্টেম্বর নাগাদ চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত