ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট বন্ধ করে দিচ্ছে ফেসবুক

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ১৫:৩১

ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। আগামী ২২ আগস্ট থেকে এ সেবা বন্ধ হয়ে যাবে। গ্রুপ চ্যাট বন্ধ হলেও গ্রুপের আগের চ্যাটগুলো দেখা যাবে।

১৭ আগস্ট (শনিবার) কমিউনিটি লিডারশীপ সার্কেল ফ্রম ফেসবুক এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। ফেসবুক কমিউনিটিতেও এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে যেসব চ্যাটিং গ্রুপ আছে তারা ২২ আগস্ট থেকে আগের বার্তাগুলো দেখতে পারবেন ঠিকই কিন্তু তারা গ্রুপে নতুন মেম্বার যোগ করতে পারবেন না। এবং মেসেজও পাঠাতে পারবে না। তবে ফেসবুকে বন্ধুত্ব আছে কিংবা মেসেঞ্জারে এড করা আছে এমন ব্যক্তিদের সঙ্গে নতুন গ্রুপ চ্যাট করা যাবে।

আরো জানানো হয়, বর্তমানে ফেসবুকের যে কাঠামো তৈরি করা হয়েছে, তার সাথে গ্রুপ চ্যাট ফিচারটি যায় না বলে ফেসবুক এই সুবিধাটি বন্ধ করে দিতে যাচ্ছে।

তবে ফ্রেন্ডলিস্টে না থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা না গেলেও, ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা যাবে। তবে সেবার ধরণটি কী হতে পারে তা নিয়ে এখনই মুখ খুলছে না ফেসবুক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত