চার্জ দিলেই ১০০ মাইল পথ চলবে

প্রকাশ : ১১ আগস্ট ২০১৯, ১২:৪৫

ঝড়ই হোক আর বৃষ্টি কোনও কিছুতেই চিন্তা নেই। এক অভিনব সাইকেল গাড়ি তৈরি করেছে ‘গিনজভেলো’ নামের একটি সংস্থা। যেটি কিনা শুয়ে-বসে একেবারে আরাম করে চালানো যায়।

এই সাইকেলটিতে আছে গাড়ির মত ছাদ। এতে আছে বৈদ্যুতিক মোটরও। মোটর ব্যাটারি থেকে চার্জ সংগ্রহ করে। অন্যদিকে প্যাডেল ঘোরানোর সময় উৎপাদিত বিদ্যুৎ জমা হয় ব্যাটারিতে। সিট ডাইন বাইকের মত ডিজাইন করে এটাকে তৈরি করা হয়েছে। এতে আছে ৫০০ ওয়াটের ব্যাটারি। যা একবার চার্জ দিলে ১০০ মাইল পথ পাড়ি দিতে পারে।

তিন চাকার এই ট্রাইসাইকেলটি দেখতে অনেকটা গাড়ির মতই। হেডলাইট, বেকলাইট, টেইল লাইট, হর্ন সবই আছে এতে।

আবিস্কারক পিটার গিনজবার্গ জানান, বাণিজ্যিকভাবে এই সাইকেল পডটি বাজারে এলে এটির দাম হবে ৬ হাজার ৯০০ ডলার। এটি চালাতেও লাগবে না কোনও ড্রাইভিং লাইসেন্স। সেই ভাবনা থেকেই সাইকেল পডটি তৈরি করেছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত