চাঁদে রকেট পাঠাচ্ছে উত্তর কোরিয়া

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ১৬:০২

উত্তর কোরিয়া এবার সরাসরি চন্দ্রাভিযানের দিকে পা বাড়াচ্ছে। সামনের দশ বছরের মধ্যে চাঁদে নিজেদের পতাকা পোঁতার লক্ষ্যমাত্রা নিয়েছেন কিম জং উন।

উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন-এর বিজ্ঞান গবেষণা বিভাগ-এর কর্তা হিওন কোয়াং বলেন, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আর জোটেরা আমাদের মহাকাশ উন্নয়ন বন্ধ করতে যাচ্ছে। আমাদের মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ জয় করবে আর চাঁদে ডেমোক্রেটিক পিপল’স রিপাবপলিক অফ কোরিয়া-এর পতাকা স্থাপন করবে।

বিশেষজ্ঞদের মতে, এটি হয়তো তাদের জন্য কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়। এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রই চাঁদে মানুষ পাঠিয়েছে আর এরপর কয়েক দশক পার হয়ে গেলেও তা আর হয়নি।

বর্তমানে উত্তর কোরিয়া পৃথিবী পর্যবেক্ষণে স্যাটেলাইট স্থাপনের পাঁচ বছরের পরিকল্পনার দিকে জোর দিচ্ছে। এরপর তারা তাদের প্রথম জিওস্টেশনারি যোগাযোগ স্যাটেলাইট স্থাপনে নজর দেবে। চাঁদে যেতে তারা এই অভিজ্ঞতাকে কাজে লাগাবে বলে জানিয়েছেন হিওন।

দেশটি মহাকাশে স্যাটেলাইট স্থাপন করেছে, সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র মিসাইল আর হাইড্রোজেন বোমা নিয়েও ঘোষণা দিয়েছে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত