''ভাইবার'' এখন বাংলায়

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৮:৫১

বাংলাদেশের জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন ভাইবার বাংলায় ভাষায় নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) চালু করেছে। যা স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা বাংলায় খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

ভাইবার তাদের অ্যাপটিকে ব্যবহার বান্ধব করার জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। যেখানে যুক্ত করা হয়েছে নতুন ফিচার। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেলেব্রিটিদের জন্য স্থানীয় কমিউনিটি তৈরি করেছে।

এগুলো বাদেও প্রতিষ্ঠানটি দেশি এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো নতুন কিছু স্টিকার প্যাক যোগ করেছে।

এই ব্যাপারে ভাইবারের সিনিয়র ডিরেক্টর অনুভব নায়ার বলেন, ভাইবার বর্তমানে বাংলাদেশে দ্রুত অগ্রসরমান চ্যাট অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন্যতম। ইতিমধ্যে অ্যাপটি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি ইংরেজির পাশাপাশি আমরা স্থানীয় জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বাংলায় ইউজার ইন্টারফেস চালু করবো। যাতে করে বাংলাদেশের অধিকাংশ মানুষ খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ধারণা নিয়ে আসার যেন খুব সহজেই অ্যাপটি ব্যবহার করা যায় এবং সেইসঙ্গে এর ব্যবহারকারী সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত