স্মার্টফোনে সোলার প্যানেল

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৮:৩১

সৌরশক্তিতে চলবে স্মার্টফোন। স্মার্টফোনের ব্যাক কভারের সোলার প্যানেলের সাহায্যেই চার্জ হবে ব্যাটারি।

ধারণা করা হচ্ছে চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমির স্মার্টফোনের ব্যাক প্যানেলে সোলার ব্যবহার করার পরিকল্পনা করছে।

তবে এর আগে স্যামসাং এবং এলজি ফোন সূর্যের আলোয় ফোন চার্জযুক্ত সেট বাজারে ছাড়লেও তা চলেনি।

গত বছর জুলাইয়ে সৌরশক্তিতে স্মার্টফোন চালানোর প্রযুক্তির জন্য পেটেন্টের আবেদন করে শাওমি। সম্প্রতি এর পেটেন্ট পেয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এর পরেই ফোনের ডিজাইনের বিষয়ে কাজ শুরু করে দিয়েছে ওই সংস্থার প্রযুক্তিবিদরা।

জানা যায়, শাওমির স্মার্টফোনের পেছনে জুড়ে দেওয়া থাকবে সোলার প্যানেল। ডুয়েল ক্যামেরার পরই নিচের পুরো অংশ থাকবে সোলার প্যানেল। এই ফোনে থাকতে পারে পপ-আপ সেলফি ক্যামেরা।

এখন থেকে স্মার্টফোনের চার্জ ফুরিয়ে গেলে এখন আর আপনাকে জরুরি মূহুর্তে বিড়ম্বনায় পড়তে হবে না। ফোনটির আনলক করার জন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, তাই ইন-ডিসপ্লে স্ক্যানার থাকতে পারে বলে ধরণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত