সবচেয়ে ছোট ল্যাপটপ, স্ক্রিনে মাত্র ১ ইঞ্চি

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ১৭:৩৮

নতুন নতুন আবিস্কারে সবকিছুই যেনো ছোট হয়ে আসছে। ল্যাপটপের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

যুক্তরাষ্ট্রের আইটি ইঞ্জি. পল ক্লিঞ্জার একটি বিশেষ ল্যাপটপ তৈরি করেছেন, যা আইবিএমের থিঙ্কপ্যাডের চেয়েও ছোট। ক্লিঞ্জারের এই ল্যাপটপে মাত্র ০.৯৬ ইঞ্চি স্ক্রিন দেয়া হয়েছে।

এই ছোট ল্যাপটপে থিঙ্কপ্যাডের মতো কিপ্যাডের মাঝখানে একটি লাল রঙের ট্র্যাকপয়েন্ট স্টাইলের কার্সার কন্ট্রোলার রয়েছে।

এই ল্যাপটপে ১২৮×৬৪ পিক্সেলের ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এরসাথে এই ছোট ল্যাপটপে এটিনি-১৬১৪ মিনি কন্ট্রোলার আছে।

ল্যাপটপে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। এর ব্যাটারি রিচার্জেবল। এর সঙ্গে টিপি-৫৪০০ ব্যাটারি চার্জার দেওয়া হয়েছে। এতে আপনি গেমও খেলতে পারবেন।

ক্লিঞ্জার এই মিনি ল্যাপটপ থিংকটিনি বানাতে এক সপ্তাহ সময় নিয়েছে। ক্লিনজার জানিয়েছে এর কম্পোনেন্টস এর জন্য ৭০ ডলার এবং কাস্টম প্রিন্টেড সার্কিট বোর্ডের জন্য ১৫ ডলার খরচ হয়েছে।

সূত্র: নিউজট্র্যাকলাইভ ডটকম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত