মেসেজ পড়ে শুনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ১৬:২৬

সাহস ডেস্ক

গুগলের ভয়েজ অ্যাসিস্ট্যান্ট এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মেসেজ পড়ে শুনানোসহ তার প্রতিউত্তর দিতে পারবে।

এর আগে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে ফোনের মেসেজ পড়ে শুনাত। এখন এই অপশনটি অন করার আগে গুগল তেকে আপনাকে একটি সতর্কবার্তা দেওয়া হবে। কারণ এতে করে গুগল আপনার ব্যক্তিগত তথ্য, ফোন নাম্বার, নাম এসব কিছুই তখন গুগল জানাবে।

কিন্তু প্রযুক্তি ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব ফিচারের মাধ্যমে ইউজারদের ওপর প্রতিষ্ঠানগুলো আরো বেশি নজরদারি চালাতে পারবে। যা তারা ইউজারদের অনুমতি নিয়ে করেছে।

তবে এখানে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়টি কিভাবে রক্ষা করা হবে তা কোনও প্রতিষ্ঠানই বলেনি। তাই এসব ফিচারের মাধ্যমে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত