ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সঙ্গে থাকবে ফেসবুক

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১৫:১৯ | আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ১৫:২৪

জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম ও প্রাইভেট মেসেজিং হোয়াটসঅ্যাপের সঙ্গে এবার ফেসবুক যুক্ত হবে।

এখন থেকে ফেসবুকের ফটোশেয়ারিং অ্যাপে শুধু ইনস্টাগ্রাম লেখা দেখার পরিবর্তে ‘ইনস্টাগ্রাম ফ্রম ফেইসবুক’ লেখাটি দেখা যাবে। অন্যদিকে হোয়াটসঅ্যাপে ‘হোয়াটসঅ্যাপ ফ্রম ফেইসবুক’ দেখা যাবে।

ফেসবুকের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘আমরা আমাদের প্রতিষ্ঠান, পণ্য এবং সার্ভিস সম্পর্কে গ্রাহকদের কাছে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে চাই।’

সম্প্রতি বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে সমালোচনার মুখে পড়েছিল ফেসবুক। আর এ নিয়ে ফেসবুকের অবস্থান, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশিচত করতে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ এবং ফেসবুককে ভেঙ্গে ফেলার জন্য জোরালো দাবি জানানো হয়েছিল।

সূত্র: গ্যাজেটস নাও