x

এইমাত্র

  •  চলে গেলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ
  •  ভার্চুয়াল কোর্টের ছয় কর্মদিবসে জামিন পেলেন ১২ হাজার ২৫৮ হাজতি
  •  লকডাউনে অসচ্ছল মানুষকে সহায়তায় বরাদ্দ সাড়ে ১০ কোটি টাকা
  •  লকডাউনে থাকছে যেসব বিধিনিষেধ

প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৯, ১৬:১০

সাহস ডেস্ক

সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সেসব অ্যাকাউন্ট থেকে সৌদি কর্তৃপক্ষ প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ ছিল ফেইসবুকের কাছে।

ফেসবুক দাবি করছে, বন্ধ করা ওই অ্যাকাউন্টগুলো থেকে সৌদি সরকারের হয়ে বিভিন্ন ব্যক্তি অপপ্রচার বা প্রোপাগান্ডা চালাচ্ছিল।

সামাজিক মাধ্যমটি সেই অভিযোগে ৩৫০ অ্যাকাউন্ট এবং আরও বেশকিছু পেইজ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আরবি ভাষায় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোকে লক্ষ্য করে বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছিল সেসব অ্যাকাউন্ট ও পেইজ থেকে।

জায়ান্টটি বলছে, সংযুক্ত আরব আমিরাত ও মিসর তৈরি বেশ কিছু পেইজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তারা। যেগুলো ভুয়া তথ্য ছড়াতে ব্যবহার হচ্ছিল।

চলতি সপ্তাহে ফেসবুক এবং ইনস্টাগ্রামে সমন্বিতভাবে এমন ব্যবস্থা নিয়েছে বলে জানায় সামাজিক মাধ্যমটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত