রিয়েলমি আনছে ৬৪ মেগাপিক্সেলের স্মার্টফোন

প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ১৬:৫২

চীনে ও ভারতের স্মার্টফোনের বাজারে শাওমির অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে রিয়েলমি। এর আগে রেডমি প্রথম তাদের ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু এবার সেই দৌড়ে অনেকটা এগিয়ে রিয়েলমি।

এ মাসেই স্মার্টফোনের বাজার কাঁপাতে আসছে রিয়েলমির ৬৪ মেগাপিক্সলের ক্যামেরা ফোন।

রিয়েলমির এই ফোনে শুধু ৬৪ মেগাপিক্সেলই বিশেষত্ব নয়। এর ব্যাকপ্যানেলে দেখা যাবে কোয়াড ক্যামেরা বা চারটি ক্যামেরা সেটআপের সেকশন। আর এটিই হবে রিয়েলমির প্রথম চার ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোন।

ধারণা করা হচ্ছে, রিয়েলমির স্মার্টফোনে স্যামসাংয়ের ৬৪ মেগাপিক্সেল (জি ডব্লিউ১, ১/১.৭) সেন্সর ব্যবহার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এক টুইট বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৮ই আগসট ভারতের বাজারে বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপের স্মার্টফোন অবমুক্ত করা হবে।

সূত্র: জীসমোচীনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত