গুগলের বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা

প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১৬:৩০

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) কর্তৃক ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা লঙ্ঘনের জন্য ৫০০ কোটি ডলার জরিমানা করেছে। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা দায়ের করছেন।

নির্বাচনী প্রচারণায় অপপ্রচার চালানোর অভিযোগে তুলসী গ্যাবার্ড নামের সেই প্রার্থী এই মাললা করেছেন।

অভিযোগে তিনি বলেন, ডেমোক্রেটিক দলের এক বিতর্ক অনুষ্ঠানের আগে তার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। ফলে তিনি দীর্ঘ ছয় ঘণ্টা ধরে তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এজন্য তিনি অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ সরাসরি গুগলের বিরুদ্ধে তুলেছেন। এছারা তাদের প্রচারণার ইমেইলগুলো অন্য ডেমোক্রেটিক প্রার্থীদের তুলনায় স্প্যাম আকারে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এবিষয়ে গুগলের একজন মুখপাত্র জানান, তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বহির্ভূত অপব্যবহার করা হলে তার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিন্তু তিনি সরাসরি এবিষয়ে কিছু জানাননি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত