চিনি মাপবে যে অ্যাপ

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৭:৩১

সাহস ডেস্ক

জাপানিজ ব্যক্তি দাইকি শিমিজু কোমল পানীয়তে কী পরিমাণ চিনি আছে তা জানাতে একটি অ্যাপ তৈরি করেছেন।

অ্যাপটি দিয়ে কোমল পানীয়র বোতলে থাকা বারকোড স্ক্যান করা যাবে। এর ফলে অ্যাপের মাধ্যমে দেখা যাবে কয়টা সুগার কিউব আছে কোমল পানীয়র বোতলে।

অ্যাপের মাধ্যমে চিনির পরিমাণ জানার প্রক্রিয়াটি ভিডিও করে টুইটারে প্রকাশ করেন শিমিজু। ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এরপর অনেকেই অ্যাপটি নাম জানতে চান।

শিমিজু জানান, অ্যাপটি তিনি ১ বছর আগেই বানিয়েছেন। নানা কারণে অ্যাপটি তখন মুক্তি দেওয়া হয়নি। তাই এটি ডাউনলোড করার উপায় নেই। আপাতত অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছেন শিমিজু।

অ্যাপটি শুধু মাত্র জাপানি ভাষা পড়তে পারবে। তবে জাপান ভ্রমণে গেলে অ্যাপটি কাজে আসতে পারে। অতিরিক্ত চিনি গ্রহণে মানুষকে নিরুৎসাহিত করতে অ্যাপটি তৈরি করেছেন শিমিজু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত