আমাজনে ৯ লাখ টাকার ক্যামেরা সাড়ে ৬ হাজার টাকায়

প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ১৬:২১

মার্কিন ই-কর্মাস প্রতিষ্ঠান আমাজনের কল্যাণে মাত্র ৬,৫০০ টাকা দিয়ে ৯ লাখ টাকার মূল্যের ক্যামেরা লেন্স কিনলেন এক ক্রেতা।

জানা যায়, এ বছরে ১৫ থেকে ১৬ জুলাই প্রাইম ডে-এর পসরা সাজিয়েছিল ই-কর্মাস সংস্থাটি। সেদিন ৯৯.৩% ছাড়ে সীমিত সময়ের জন্য একটি অফার দেয় আমাজন।

ওয়েবসাইটটির ক্যামেরা বিভাগে প্রায় প্রতিটি ক্যামেরা ও ক্যামেরার সরঞ্জামই পাওয়া যাচ্ছে ৯৪ মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় ৬,৫০০ টাকা! ৩০,০০০ টাকার ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে ৯ লাখের ক্যামেরা লেন্স, সবই ৯৯.৩ শতাংশ ছাড়ে মিলছে সেই ওয়েবসাইটে। অফারটি দেখা মাত্রই অর্ডার করে দেন অনেকে।

এর মধ্যে এক ক্রেতা ৯ লাখের ক্যানন লেন্স (Canon EF 800mm f/5.6L IS) কিনেন ৬,৫০০ টাকায়।

এতো মূল্যহ্রাসে এসব পণ্য ছেড়ে দেওয়ার রহস্য বিষয়ে আমাজনের কতৃপক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে অনেকেই ধারণা করছেন, ৯৯.৩ শতাংশ ছাড়ের বিষয়টি কোনো অফার ছিল না। আমাজনের প্রযুক্তিগত কারণে ত্রুটির ফলেই সব ক্যামেরার দাম এক হয়ে যায়। সে হিসাবে ৯ লাখ টাকার ক্যামেরার মূল্য ৬ হাজার টাকা হয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত