ফেসঅ্যাপ নিয়ে তদন্তের আহ্বান সিনেটরের

প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ১৭:৩০

বিশ্বব্যাপী ভাইরাল হওয়া ফেসঅ্যাপ নিয়ে ফেডারেল বুর‍্যে অব ইনভেস্টিগেশন বা এফবিআইকে তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেটর চক সুইমার।

অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার হওয়ায় সিনেটর আরো বেশি উদ্বিগ্ন বলেও জানা যায়।

এই অ্যাপটির মাধ্যমে দেশের ব্যবহারকারীদের কি কি তথ্য পাচার হয়েছে এবং সেগুলো কি কাজে ব্যবহার করা হবে সেসব বিষয় সামনে আনার জন্য বলেছেন তিনি।

এক বিবৃতিতে জানা যায়, তারা যেসব তথ্য নিয়েছে সেগুলো নির্দিষ্ট গবেষণার কাজে লাগানোর পর মুছে ফেলা হবে। অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করবে না।

সুইমার বলেছেন, তথ্য সংগ্রহের জন্য ফেসঅ্যাপের বিষয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। আর ব্যবহারকারীরাও কী জানেন তার কাছে কী নেওয়া হচ্ছে? সেটা সম্পকে হয়তো ব্যবহারকারীরা সচেতন নয়। সেটাইকেই কাজে লাগিয়েছে ফেসঅ্যাপ।

ইতিমধ্যে অবশ্য ফেসঅ্যাপ অন্তত ১৫ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ছবি নিজেদের কাছে নিয়ে নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত