ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বক্তব্য ঠেকাবে টুইটার

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৯:০৯

মাইক্রো ব্লগিং প্লাটপফর্ম টুইটার ব্যবহার করে সমাজের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণাত্মক, ধর্মীয় বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানোর প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

টুইটার বলছে, আমাদের নীতিমালায় ক্ষতিকর কনটেন্ট, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে কাজ করছি। ধর্মীয় উস্কানিমূলক যেকোনো পোস্ট, গ্রুপ শনাক্ত করা মাত্রই মুছে দেওয়া হবে।

ধর্মীয় গ্রুপগুলো থেকে বিভিন্নভাবে উসকানিমূলক পোস্টের কারণে বিশ্বের ৩০টি দেশ থেকে আট হাজারের বেশি রিপোর্ট পেয়েছে তারা।

এন্টি ডিফেমেশন লিগের ২০১৮ সালের গবেষণায় দেখা যায়, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ৩৭ শতাংশ আমেরিকান অনলাইনে ঘৃণামূলক মন্তব্য এবং হয়রানির শিকার হয়েছেন। অন্যদিকে টুইটারে ২৮ শতাংশ মানুষ ধর্মীয় পরিচিতির কারণে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। 

সূত্র: টেকক্রাঞ্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত