বাংলাদেশে গুগল ম্যাপে নতুন ফিচার

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ১৮:০৩

বাংলাদেশে রাইডারদের জন্য গুগল ম্যাপে কয়েকটি নতুন ফিচার চালু করেছে গুগল। এর ফলে রাইডাররা শুধুমাত্র যাত্রার আনুমানিক সময়সীমাই জানতে পারবেন না, বাইকের জন্য সবচেয়ে ভালো পথ নির্দেশিকাও পাবেন।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানী গুলশানের লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে নতুন ফিচারগুলোর ঘোষণা দেওয়া হয়।

নতুন ফিচারের মাধ্যমে গুগল ম্যাপসে কোথাও পৌঁছানোর সময়, বাইক চালানোর নির্দেশনা ও বাংলায় ভয়েস নেভিগেশন পাওয়া যাবে।

যাত্রাপথ নির্ধারণ এবং পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার সুবিধার পাশাপাশি নির্বাচিত পথের বাইরে গেলে যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা সিস্টেম যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও উপস্থিত ছিলেন গুগল ম্যাপসের ডিরেক্টর প্রডাক্ট ম্যানেজমেন্ট ক্রিশ ভিতালদেভারা ও গুগল ম্যাপসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অনল ঘোষ।

গুগল ম্যাপসের ডিরেক্টর প্রডাক্ট ম্যানেজমেন্ট ক্রিশ ভিতালদেভারা বলেন, চাহিদা অনুযায়ী আমরা স্থানীয় জনসাধারণকে সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ। তাদের সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দিতে বাংলা ভয়েস নেভিগেশন এবং উপযুক্ত পথ দিয়ে গন্তব্যে পৌঁছানো ও কমিউটার সেফটির মতো সুবিধা যুক্ত করা হয়েছে। ম্যাপের নতুন মেশিন লার্নিং ফিচারের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।