FaceApp ব্যবহার করা কি নিরাপদ?

প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১৭:৩৭

গত কয়েকদিন ধরে আরব বিশ্ব সহ বিশ্বের বিভিন্ন এলাকায় বুড়ো হওয়ার তোড়জোড় চলছে। মূলত ফেইস অ্যাপ নামের একটি অনলাইন অ্যাপ্লিকেশন দিয়ে চেহারার এই পরিবর্তন করছেন সবাই। নিউরাল ফেস ট্রান্সফরমেশনস অ্যাপ হিসেবে এটি তৈরি করে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গভিত্তিক প্রতিষ্ঠান ওয়্যারলেস ল্যাব।

এই অ্যাপ এর মাধ্যমে মূল চেহারা প্রধান বৈশিষ্ট্যগুলো অক্ষুন্ন রেখেই তরুণরা বুড়ো হতে পারবেন, বুড়োরা হতে পারবেন তরুণ এমনকি নারীর চেহারাকে চাইলে পুরুষ বানাতে পারেন।

ফেইস অ্যাপে আগে অল্ড ফিল্ডার ছিল না। সম্প্রতি নতুন ফিল্টার যুক্ত হয়েছে ‘ওল্ড ফিল্টার’।

মূল ব্যাপার হচ্ছে এ ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার আসলে খুব নিরাপদ নয়। এর মাধ্যমেব্যক্তিগত গোপনীয়তা হুমকির মধ্যে পড়তে পারে। আপনার ছবি অ্যাপের মাধ্যমে ভুল ব্যক্তি বা গোষ্ঠির হাতে পড়ার শঙ্কা আছে। এতে নানান ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হয়। কারণ ছবিগুলো কারো না কারো কাছে আর্কাইভ হয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত