সাইবার বুলিং ঠেকাবে ইনস্টাগ্রাম

প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১৮:১৯

শুধু ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের জন্য সাইবার বুলিং একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই বুলিং ঠেকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদমের সাহায্যে অপমানজনক কিংবা আক্রমণাত্মক কমেন্টগুলো পাবলিকদের কাছ থেকে লুকিয়ে রাখবে। আর এই অ্যালগোরিদম ব্যবহার করে ইনস্টাগ্রাম নিজেই বিভিন্ন আপত্তিকর এবং অপমানজনক কমেন্টগুলি পড়তে পারবে এবং অন্য ইউজারদের থেকে লুকিয়ে রাখবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, মূলত কেউ যদি কারো অ্যাকাউন্টে গিয়ে অপমানজনক মন্তব্য করেন তা অন্য কেউ দেখার আগেই হাইড করার সুবিধা দেওয়া হবে। আর যে কমেন্ট করবে তার কাছে ইনস্টাগ্রাম থেকে সতর্কতামূলক নোটিফিকেশন যাবে।

তবে যাকে বার্তা পাঠানো হচ্ছে সে তা দেখছে কিনা এবিষয়ে কেউ জানতে পারবে না।

শুধু কমেন্টই নয় মেসেজের ক্ষেত্রেও গ্রাহক কোনো রকম অপমানজনক বার্তা পাঠালেও সতর্কতামূলক নোটিফিকেশন পাঠাবে ইনস্টগ্রাম। যেখানে বলা হবে এসব বার্তা পাঠানো বন্ধ করতে।

এই নতুন পদ্ধতি ব্যবহার করে বুলিং সম্পূর্ণ ঠেকানো না গেলেও কিছুটা কমবে বলে জানিয়েছে বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত