মহাকাশে সোনার তৈরি গ্রহাণু, কোটিপতি আপনিও

প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১৭:০৫

মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন একটি গ্রহাণুর খোঁজ পেয়েছে যা শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। সোনা ও বেশকিছু অতি মূল্যবান ধাতু দিয়ে গঠিত হয়েছে গ্রহাণুটি। নাম ‘১৬ সাইকি’। সেখানে কীভাবে যাওয়া যায় তার পরিকল্পনাও ইতিমধ্যে শুরু করে দিয়েছে নাসা।

তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, গ্রহাণুটির মধ্যে যা খনিজ পদার্থ ও ধাতু রয়েছে, তার মূল্য বিশ্বের বাজারে ৭০০ কুইন্ট্রিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ সাতের পেছনে ২০টা শূন্য বসালে যা হয়। অর্থাৎ এই পৃথিবীর প্রতিটি মানুষ প্রায় ৯৩ বিলিয়ন ডলার পাবেন। অর্থাৎ আপনি কোটিপতি হবেন।

তবে বাস্তবতা এবং যুক্তি দিয়ে বিচার করলে খারাপ খবরও রয়েছে। কারণ গ্রহাণু থেকে উত্তোলিত সোনা ও অতি মূল্যবান ধাতু পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা করলে তা আর মূল্যবান থাকবে না। অর্থনীতির ছাত্রছাত্রীরা অবশ্যই জানবেন, দাম ও আপেক্ষিক ঘাটতির একটি সম্পর্ক রয়েছে। বাজারে সোনার সরবরাহ বেড়ে গেলে তার দাম পড়ে যাবে। তখন সোনা আর আগের মত মূল্যবান থাকবে না।

অর্থাৎ '১৬ সাইকি' থেকে সোনা ও অতি মূল্যবান ধাতু যদি উত্তোলন করে পৃথিবীতে নিয়ে আসাও হয়, আপনার খুব বেশি লাভ হবে বলে মনে হয় না।

সাহস২৪.কম/জুবায়ের/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত