জর্ডানে পাবজি গেম নিষিদ্ধ

প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৬:৫৪

সাহস ডেস্ক

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গেম প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড বা পাবজি। গেমটি মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে এমন কারণ দেখিয়ে দেশটির সরকার তা নিষিদ্ধ করেছে।

জর্ডানের টেলিকম নিয়ন্ত্রক জানিযয়েছে, ব্যবহারকারীদের উপর কুপ্রভাব ফেলছে পাবজি যে কারণে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে গেমটি।

জর্ডানের মনরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই গেমে প্রতিনিয়ত নিজে টিকে থাকতে অন্যকে প্রতিহত করে বেঁচে থাকার যে প্রবণতা তা মানুষকে বিশৃঙ্খলা, ধ্বংস এবং সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। যার প্রভাব তাদের বাস্তব জীবনেও বিভিন্নভাবে পড়ছে।

এ গেমের প্লেয়াররা ভার্চুয়াল জগতে সহিংসতায় মেতে উঠে। মূলত এর হাই রেজ্যুলেশন থ্রিডি গ্রাফিক্স ও ইন্টারেক্টেভি ফাংশনের জন্য গেমটি আশাক্তিতে পরিণত হয়েছে।

এর আগেও পাবজির ক্ষতিকর প্রভাব এবং আশক্তির কারণে ইরাক, নেপাল এবং ভারতের গুজরাট প্রদেশে গেমটি নিষিদ্ধ করা হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত