সমালোচনার মুখে শাওমি

প্রকাশ | ০৭ জুলাই ২০১৯, ১৮:১৬

অনলাইন ডেস্ক

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে দেখা যায় শাওমির পেইজে অ্যাপেলের মিইমোজির বিজ্ঞাপন ব্যবহার করা হচ্ছে। নিজিস্ব থ্রীডি মিইমোজি অ্যাপেলের মিইমোজির মতো করে তৈরি করায় সমালোচনার মুখে পড়ে শাওমি।

তবে শাওমি এই অভিযোগ অস্বীকার করে জানায় তারা মার্কিন একটি প্রতিষ্ঠানের থেকে অনুপ্রণিত হয়ে মিমোজি তৈরি করেন।

২০১৮ সালে অ্যাপেল সর্বপ্রথম ‘আইওএস ১২’ অপারেটিং সিস্টেমে থ্রীডি মিইমোজি নিয়ে আসে।

এদিকে শাওমির নতুন স্মার্টফোন ‘এমআই সিসি-৯’ চীনের বাজারে ছাড়ে। আর এই নতুন ডিভাইসের মাধ্যমে গ্রাহকদের কাছে থ্রীডি মিমোজি পরিচয় করিয়ে দেয় শাওমি।

শাওমির সোশ্যাল মিডিয়া ইনচার্জ ভুল করে অ্যাপেলের বিজ্ঞাপনটি শাওমির পেজে আপলোড করে দেয় বলে জানিয়েছে শাওমির জনসংযোগ কর্মকর্তা।

তবে শাওমির বিরুদ্ধে অ্যাপেলের ডিজাইন চুরির অভিযোগ রয়েছে।