সমস্যা মিটে গিয়েছে: ফেসবুক

প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১৫:৩৮

সাহস ডেস্ক

বুধবার (৩ জুলাই) সারা বিশ্বজুড়েই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও আপলোডিং এ সমস্যা দেখা যায়। এতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

বার্তা আদান প্রদান করা গেলেও এ সময় ছবি বা ভিডিও আপলোড করা যায়নি। তখন এর কোনো কারণও জানা যায়নি।

ফেসবুক কর্তৃপক্ষ অবশ্য এই সমস্যার কারণ নিয়ে তাদের অফিসায়াল টুইটার একাউণ্টে টুইট করেছে। টুইটে ফেসবুক জানিয়েছে, 'ছবি আপলোড ও পাঠানোর ক্ষেত্রে সারা বিশ্বজুড়েই সমস্যা হচ্ছিল। এখন সেই সমস্যা মিটে গিয়েছে। ব্যবহারকারীদের এই সমস্যার জন্য আমরা দুঃখিত।'

হোয়াটসঅ্যাপ-ফেসবুকের এই সমস্যা নিয়ে ফেসবুকের মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, দৈনন্দিক রক্ষণাবেক্ষণের কাজ করার সময় কিছু ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছিল। এ কারণেই ব্যবহারকারীদের ছবি, ভিডিও পাঠাতে সমস্যা হচ্ছিল। 

জানা যায়, সমস্যার সমাধানে বেশ কয়েক ঘন্টা সময়ও লেগে গিয়েছিলো।

তবে এ ব্যাপারে আগাম কোনো ঘোষণা দেয়নি ফেসবুক।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত