বিশ্বজুড়ে আবারো ফেসবুক বিভ্রাট

প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১৪:০০

সাহস ডেস্ক

বিশ্বজুড়ে আবারো ফেসবুক বিভ্রাট দেখা দিয়েছে। যার কারণে অসংখ্য ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ।

ব্যবহারকারীরা জানিয়েছে, লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমত দেখা যাচ্ছে না এবং আপলোডও হচ্ছে না।

আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশে ফেসবুকে এই সমস্যা দেখা যাচ্ছে।

এর আগে গত মাসেও এমন সমস্যা মুখোমুখি হয়েছিল ফেসবুক। ঐ বিভ্রাট ছিল ফেসবুক ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রাট। কারিগরি ত্রুটির কারণে ওই সময় বেশ কযেক ঘন্টা ফেসবুক বন্ধ ছিল।

ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন। এদিকে, ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে ট্যুইটারেও ক্ষোভ প্রকাশ করেছ ফেসবুক ব্যবহারকারীরা।

যদিও এর কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে টেকনিক্যাল কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত