জনপ্রিয় হচ্ছে 'অ্যান্ড্রয়েড গো'

প্রকাশ : ০১ জুলাই ২০১৯, ১৬:২৪

সাহস ডেস্ক

কম কনফিগারেশনের স্মার্টফোনের জন্য গুগল অ্যান্ড্রয়েডের সংস্করণ হিসেবে ‘অ্যান্ড্রয়েড গো’ অপারেটিং সিস্টেম চালু করেছে।

বাজেট কম থাকার কারণে অনেকেই কম কনফিগারেশনের স্মার্টফোন কিনে থাকেন। ফলে র‍্যাম কম হওয়ায় ফোন স্লো হয়ে যায় কিংবা সব অ্যাপ ঠিকমত কাজ করে না। এই সমস্যা সমাধান করবে অ্যান্ড্রয়েড গো সিস্টেম।

এটি মূলত ৫১২ মেগাবাইট থেকে ১ গিগাবাইট র‍্যাম সম্বলিত স্মার্টফোনের জন্য বিশেষভাবে তৈরি করা একটি অপারেটিং সিস্টেম, যা হার্ডওয়্যারের সঙ্গে বিশেষ সমন্বয়ে কাজ করে।

গুগল তাদের সকল সেবা যেমন ইউটিউব, অ্যাসিস্ট্যান্ট, ফাইলস, ম্যাপস ইত্যাদির ‘গো’ সংস্করণ নিয়ে আসে বিশেষ প্লাটফর্মটিকে কেন্দ্র করে। গুগলের দাবি অনুযায়ী, এই অ্যাপগুলো সাধারণ অ্যাপের চেয়ে ১৫ শতাংশ দ্রুত কাজ করে।

এসব সুবিধার কারণে অ্যান্ড্রয়েড গো প্লাটফর্মের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

দেশের বাজারে বর্তমানে অ্যান্ড্রয়েড গো চালিত বেশ কয়েকটি স্মার্টফোন বিক্রি হচ্ছে। এগুলোর মধ্যে শাওমি রেডমি গো, হুয়াওয়ে ওয়াই ৫ লাইট, স্যামসাং জে২ কোর, মটোরোলা ই৫ প্লে গো, নকিয়া ১ ছাড়াও বেশ কিছু ফোন রয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত