হিটাচি এখন ম্যাক্সেল

প্রকাশ : ৩০ জুন ২০১৯, ১৭:১৬

সাহস ডেস্ক

প্রজেক্টর ব্র্যান্ড হিটাচি নাম পরিবর্তন করে ম্যাক্সেল নামে যাত্রা শুরু করছে। দেশে ম্যাক্সেলের পণ্য বিপণন করবে ইউনিক সিস্টেম।

ম্যাক্সেলের প্রধান পরিচালন কর্মকর্তা সাতুরু টাকি বলেন, তাঁরা নতুন প্রযুক্তি নিয়ে বরাবরই কাজ করছেন। ম্যাক্সেলের নতুন নতুন প্রযুক্তি বাংলাদেশের বাজারে আনা হবে।

২০১৩ সালে হিটাচি প্রজেক্টরের ব্যবসার অধিগ্রহণ করে ম্যাক্সেল। পরে পর্যায়ক্রমে অঞ্চলভিত্তিক বাজারে তা সম্প্রসারণ করছে। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও সেবা ও পণ্য একই রকম থাকবে। এ ছাড়া প্রযুক্তি উন্নয়নে আরও গুরুত্ব দেওয়া হবে।

ইউনিক বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম বলেন, ক্রেতা চাহিদা ও সেবার গুরুত্ব দিতে নতুন নতুন প্রযুক্তি পণ্য নিয়ে কাজ করছেন তাঁরা। এখন ম্যাক্সেলের পণ্য দেশের বাজারে পরিচিত করতে কাজ করবেন।

সাতুরু বলেন, হিটাচি বা ম্যাক্সেলের বাংলাদেশে কোনো অফিস নেই। তাঁরা পরিবেশক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত