অ্যাপল ছাড়ছেন ডিজাইনার জনি আইভ

প্রকাশ : ২৯ জুন ২০১৯, ১৯:০০

সাহস ডেস্ক

দু'দশকের বেশি সময় ধরে ব্রিটিশ নাগরিক স্যার জনি আইভ অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করতে কাজ করে গেছেন। সেই অ্যাপল ছেড়ে এবার নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সময় ব্যয় করবেন তিনি।

স্যার জনাথন (জনি আইভ) মূলত লাভফ্রম নামে একটি ক্রিয়েটিভ ফার্মের কাজ শুরু করবেন। কিন্তু এই ফার্মটির প্রথম গ্রাহক হতে যাচ্ছে অ্যাপল নিজেই। 

অ্যাপল বস টিম কুক বলেছেন, অ্যাপল পুনরুজ্জীবনে তার ভূমিকা অতুলনীয়। কিন্তু জনি আইভের যাওয়ার খবরটা এমন সময় এলো যখন টেক জায়ান্ট অ্যাপলে কিছু বড় পরিবর্তন হতে যাচ্ছিলো।

জনাথন জানিয়েছেন, ত্রিশ বছর ও অসংখ্য প্রজেক্ট নিয়ে কাজ করার পর একটি চমৎকার ডিজাইনের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। 

এদিকে তার নতুন ফার্ম লাভফ্রম সম্পর্কে এখনো তেমন কিছু বিস্তারিত জানানো হয়নি। তবে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিশেষ প্রযুক্তি নিয়ে কাজ করবে বলে জানা যাচ্ছে।

স্যার জনাথন ১৯৯৬ সালে অ্যাপল ডিজাইন স্টুডিরও প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন। তখন কম্পানির অবস্থা খারাপ ছিলো এবং রীতিমত কর্মী ছাঁটাই চলছিলো।

১৯৯৮ সালে তার ডিজাইন করা আইম্যাক দিয়েই সুদিনের পথে যাত্রা শুরু করে অ্যাপল। ২০০১ এ আইপড নিয়ে আসেন তিনি এবং সেটিতে রমরমা ব্যবসা হয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত