x

এইমাত্র

  •  বৃষ্টির সময় ছেলেকে খুঁজতে বের হয়ে বাবাসহ ৯ জনের মৃত্যু
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৫৩৫ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৮ লাখের অধিক, সুস্থ হয়েছেন ৩৩ লাখেরও বেশী
  •  যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে: ট্রাম্প
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৩৫ জনের

অ্যাপল আনছে ১৬ ইঞ্চির ম্যাকবুক

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১৯:১৪

সাহস ডেস্ক

অ্যাপল নিয়ে আসছে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো। আইএইচএস মার্কিট অ্যানালিস্টের এক মিডিয়া রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর জেফ লিন বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসছে ১৬ ইঞ্চির ম্যাক বুক প্রো।

১৬ ইঞ্চির ম্যাকবুকে থাকবে ৩০৭২X১৯২০ পিক্সেলের এলসিডি ডিসপ্লে। এর আগে ১৫.৪ ইঞ্চির ম্যাকবুক প্রোতে ছিল ২৮৮০X১৮০০ পিক্সেলের ডিসপ্লে।

আগে এক রিপোর্টে মিং-চি কুও নতুন অ্যাপল পণ্য বাজারে আসার খবর জানিয়েছিলেন। কুও বলেছিলেন, ১০ অথবা ১২ ইঞ্চি ডিসপ্লের আইপড লঞ্চ হতে পারে ২০২০ সালে। এলইডি প্যানেলসহ ২০২১ সালে লঞ্চ হতে পারে ১৫ থেকে ১৭ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক প্রো।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত