'ফ্যালকন হেভি' রকেট উৎক্ষেপণ করলো স্পেসএক্স

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১৮:৩৬

সাহস ডেস্ক

স্পেসএক্স মঙ্গলবার (২৫ জুন) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে তাদের 'ফ্যালকন হেভি' রকেটটি উৎক্ষেপণ করেছে। এলোন মস্কের কোম্পানিটি দাবি করেছে, এটি উৎক্ষেপণ করা ছিলো সবচেয়ে কঠিন। জানা যায়, ২৪টি পরীক্ষামূলক স্যাটেলাইট নিয়ে এটিকে উৎক্ষেপণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) উৎক্ষেপণ করতে বিলম্ব হলেও সাড়ে তিন ঘন্টার মধ্যেই এটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে শুরু হওয়া এই মিশনের ছয় ঘন্টা পর বুস্টার নিরাপদভাবে পৃথক হয়। পরে দুই পাশের বুস্টার রকেট নিরাপদে পৃথিবীতে ফিরে আসে এবং এয়ার ফোর্স অব ল্যান্ডিং প্যাডে অবতরণ করে। কিন্তু রকেটের কেন্দ্রের বুস্টার গতিপথ হারিয়ে আটলান্টিক মহাসাগরে বিপর্যস্ত হয়ে পড়ে।

স্পেসএক্স দাবি করেছে, স্পেস টেস্ট প্রোগ্রাম ২ (এসটিপি-২) নামের এই মিশনটি ছিলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী লঞ্চিং সিস্টেম।

সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, চারটি আলাদা আলাদা উচ্চক্ষমতা সমৃদ্ধ ইঞ্জিন ও তিনটি আলাদা অর্বিটালে স্যাটেলাইট স্থাপন করার এই মিশনটি ছিলো অন্যতম চ্যালেঞ্জিং একটি মিশন।

জানা যায়, 'ফ্যালকন হেভি' রকেটটি ৬৪ মেট্রিক টন ভর নিয়ে অর্বিটালে যেতে পারবে যা একটি যাত্রী, ক্রু, মালামাল ও জ্বালানী বোঝাই করা ৭৩৭ জেটলাইনার বিমানের চেয়ে বেশী।

উল্লেখ্য, ১৯৭৩ সালে 'স্যাটার্ন ভি মুন' রকেট উৎক্ষেপণ করার পর আবারও এই লঞ্চপ্যাডটি ব্যবহার করলো স্পেসএক্স।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত