চোর ধরতে এআই ক্যামেরা

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ২৩:৪৯

সাহস ডেস্ক

চোর ধরতে যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট ওয়ালমার্ট এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই ক্যামেরা ব্যবহার করছে। জানা গেছে, ইমেজ রিকগনিশন পদ্ধতির সাহায্যে এসব ক্যামেরা কাজটি করছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্যামেরা ক্যাশিয়ারের স্ক্যানিং ছাড়া কোনো পণ্য কেউ শপিংব্যাগে ঢুকিয়ে ফেললে তা সাথে সাথেই চিহ্নিত করে।

ওয়ালমার্টের পক্ষ থেকে বলা হয়, এক হাজারের বেশি স্টোরে এই প্রযুক্তি ব্যবহার করে তারা। গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিনিয়োগ করেছে।

ওয়ালমার্টের এই প্রযুক্তিকে বলা হয়, ‘মিসড স্ক্যান ডিটেকশন’। আইরিশ প্রতিষ্ঠান এভারসিন-এর প্রযুক্তি ব্যবহার করে ওয়ালমার্ট। মানুষের বদলে পণ্যের ওপর নজরদারি করে ক্যামেরাগুলো।

এই প্রযুক্তি ব্যবহারের পর থেকে চুরি বা ভুলের কারণে পণ্য হারানোর পরিমাণও কমে এসেছে বলে ওয়ালমার্ট নিশ্চিত করেছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত