ফেসবুক ব্লকের শিকার হাঙ্গেরির জনগোষ্ঠী

প্রকাশ : ২০ জুন ২০১৯, ১৮:১৮

সাহস ডেস্ক

ফেসবুকের বিরুদ্ধে হাঙ্গেরির বিশাল সংখ্যক জনগোষ্ঠীর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ডেভিড বিউটিকাই জানান, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। এছাড়া তার ৩০ থেকে ৪০ জন বন্ধুর ফেসবুক অ্যাকাউন্টেরও একই অবস্থা হয়েছে।

বিউটিকাই নামে আরেকজন বলেন, ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিলাম, যার মধ্যে পরিবারের ছবি, প্রয়োজনীয় দলিলও ছিল। কিন্তু আমি জানি না এখানে কি সমস্যা হয়েছে। আর ফেসবুকের নীতিমালা লঙ্ঘন হবে এমন কোনো কাজও আমি করিনি।

এর পরিপ্রেক্ষিতে ফেসবুক তাদের ওয়েবসাইটে একটি নির্দেশনা প্রকাশ করেছে। যেখানে বলা আছে কিভাবে ব্লক হওয়া অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ করা যাবে।

তবে একজন ব্যবহারকারী বলেন, তিনি ফেসবুকের দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করেও তার অ্যাকাউন্টটি উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে ফেসবুক সাপোর্টের সঙ্গে তিনি যোগাযোগ করার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও ফেসবুক কর্তৃপক্ষ এখনো তার উত্তর দেয়নি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত