ভুয়া খবর পড়ছেন না তো?

প্রকাশ : ১৭ জুন ২০১৯, ২০:১৪

সাহস ডেস্ক

রোজ মোবাইল বা ল্যাপটপের পর্দায় হাজার হাজার লিংকে ক্লিক করছেন ইন্টারনেট সুবিধা ভোগ করা কয়েকশ কোটি মানুষ। কিন্তু এই সব খবরের ৮৬ শতাংশই ভুয়া। যাতে প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছেন এই প্রযুক্তি দুনিয়ার মানুষেরা।

এমন তথ্যই উঠে এসেছে একটি আন্তর্জাতিক জরিপে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এএফপি জানিয়েছে, এই সকল ভুয়া খবরের প্রায় সবই ছড়িয়ে পড়ছে ফেসবুকের কল্যানে। ২৫টি দেশের ২৫ হাজার মানুষকে নিয়ে একটি জরিপ চালায় কানাডার থিংক ট্যাংক 'সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশন'।

জরিপ থেকে জানা যায়, বেশিরভাগ ভুয়া খবর ছড়ানোর তালিকায় সবার উপরের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রমান্বয়ে অবস্থান করছে রাশিয়া এবং চীন। এতে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। এর প্রভাব পড়ছে অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে।

২০১৮ সালের ২১ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত জরিপে জানানো হয়েছে, পুরো পৃথিবীর ইন্টারনেট ব্যবহারকারীদের ৮৬ শতাংশই ভুয়া খবরের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এসব খবরের বেশিরভাগ ফেসবুকের মাধ্যমে ছড়ানো হলেও ইউটিউব, টুইটার এবং ব্লগেও ভুয়া খবরের কোনো কমতি নেই।

এই ভুয়া খবরগুলোতে সবচেয়ে বেশী প্রভাবিত হচ্ছেন মিশরের মানুষ। তাদের পরেই অবস্থান পাকিস্তানের। তথ্য জরিপের।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত