জীবনধারা বদলে দিতে চালু হচ্ছে ফাইভ–জি

প্রকাশ : ১৪ জুন ২০১৯, ১৮:৫৩

সাহস ডেস্ক

পঞ্চম প্রজন্ম (ফাইভ-জি) ইন্টারনেট সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ জুন (শুক্রবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি

প্রধানমন্ত্রী জানান, জনগণের কাছে বর্তমান সরকারের প্রধান প্রতিশ্রুতি ছিল ডিজিটাল বাংলাদেশ গড়া। সরকার এ দিক থেকে অনেক দূর এগিয়েছে।

২০২৫ সাল নাগাদ পৃথিবীতে ফাইভ-জির গ্রাহক দাঁড়াবে ২৮০ কোটি। যেসব দেশে ফাইভ-জি চালু হবে, সেখানে মানুষের জীবনধারা পাল্টে যাবে। শিগগিরই ফাইভ-জি চালু হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ফাইভ-জি চালুর সব প্রক্রিয়া সরকার হাতে নিয়েছে। সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত