অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

প্রকাশ : ২৬ মে ২০১৯, ১৭:১৯

সাহস ডেস্ক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বর্তমানে দেশে অনলাইন মিডিয়ার সংখ্যা প্রায় তিন হাজার ৫০০। এ জন্যই অনলাইন মিডিয়ায় শৃঙ্খলা আনা প্রয়োজন। আর এ জন্যই অনলাইন নীতিমালার মাধ্যমে এ ধরনের মিডিয়াগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে।’

২৬ মে (রবিবার) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২০০ এবং দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক মিলে আছে তিন হাজার ৫০০টি। আর অনলাইন নিউজ পোর্টালই আছে তিন হাজার ৫০০-এর মতো। এ বিশাল সংখ্যার অনলাইন পোর্টালগুলোকে আমরা নিবন্ধনের আওতায় এনে একটা শৃঙ্খলার মধ্যে আনব।’

সম্প্রচার আইন ও অনলাইন নীতিমালার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আইন ও নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই (ভেটিং) হচ্ছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সংসদের আগামী অধিবেশনেই আইনটি উঠতে পারে।

ড. কামাল হোসেনের বৃহত্তর ঐক্যের ডাক সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ড. কামালরা ঐক্যফ্রন্ট গঠন করে নিজেরাই ঐক্য ধরে রাখতে পারেননি। এখন তাঁরা আবার কীভাবে বৃহত্তর জাতীয় ঐক্য করবেন?’ 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। তার সমস্যাগুলো আজকের একদিনের নয়। এগুলো অনেক পুরোনো সমস্যা। সরকার তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে। তাঁর অসুস্থতা অনুযায়ী তাঁকে সর্বোচ্চ চিকিৎসাসেবাই দেওয়া হচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত