রোবোটিক ডাস্টবিন

প্রকাশ | ২৯ এপ্রিল ২০১৯, ১৫:২৪

অনলাইন ডেস্ক

ময়লা নিয়ে এসেছেন, এ সময় হঠাৎ স্বয়ংক্রিয়ভাবেই খুলে যাবে ডাস্টবিনের ঢাকনা। ময়লা ফেলার পর আবার বন্ধ হয়ে যাবে ডাস্টবিনের মুখ।

এরকম একটি রোবোটিক ডাস্টবিন আবিষ্কার করেছেন ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম ব্যাচের আল আমিন ফাহিম এবং নবম ব্যাচের শিক্ষার্থী রাব্বি আহমেদ। এ কাজে তাদের সহযোগিতা করেছেন বিভাগের শিক্ষকরা।

এধরনের ডাস্টবিন দুর্গন্ধ ও রোগ-জীবাণু ছড়ানো রোধ করবে। পাশাপাশি যেখানে-সেখানে ময়লা না ফেলার বিষয়েও সচেতন করবে সাধারণ মানুষদের। এমনটাই মনে করছেন আবিষ্কারকরা।

সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে এ ডাস্টবিন উৎপাদন করা যাবে বলে মনে করেন দুই নবীন বিজ্ঞানী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানবজীবনের প্রতিটি স্তরে বাড়ছে রোবটের ব্যবহার। রোবট নিয়ে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় গুলোতে নতুন নতুন গবেষণা হচ্ছে। এরই অংশ হিসেবে আমাদের শিক্ষার্থীরা রোবোটিক ডাস্টবিন আবিষ্কার করেছেন। নতুন গবেষণা ও উদ্ভাবনী কাজে আমি সবসময়ই শিক্ষার্থীদের পাশে আছি।