যানজট এড়াতে সহায়তা করবে গুগল

প্রকাশ : ১০ এপ্রিল ২০১৯, ১৮:০৫

সাহস ডেস্ক

গ্রাহককে যানজট এড়াতে সহায়তা করতে নতুন ফিচার যোগ হচ্ছে গুগল ম্যাপস-এ। নতুন এই ফিচারের মাধ্যমে আরও দ্রুত রাস্তার ট্রাফিক আপডেট পাবেন গ্রাহক।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু নতুন ফিচার আনা হয়েছে গুগল ম্যাপস-এ। রাস্তার বিভিন্ন ঘটনা জানানোর মতো ফিচারও যোগ হয়েছে এতে। এবার অ্যাপটিতে রাস্তার যানজটের অবস্থাও জানানো সম্ভব হবে।

অপ্রত্যাশিত যানজটে পড়া গ্রাহকরা ম্যাপস অ্যাপে নতুন ‘স্লোডাউন’ বাটন চেপে গুগলকে রাস্তার অবস্থা জানাতে পারবেন। গুগল এই ডেটা সংগ্রহ করে দ্রুত ওই রাস্তার অন্যান্য গ্রাহকের কাছে পাঠাবে, যাতে তারা ওই রাস্তা এড়িয়ে যেতে পারেন।

এখন পর্যন্ত সব দেশের গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত করেনি গুগল। যেসব গ্রাহক ম্যাপস অ্যাপের ভাষা যুক্তরাজ্যের ইংরেজি বাছাই করেছেন তারা অপশনটি ‘স্লোডাউন’-এর বদলে ‘কনজেশন’ নামে দেখবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত