স্কাইপে এলো ৫০ জনের গ্রুপ চ্যাটিং

প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৯, ১৮:৫৭

সাহস ডেস্ক

স্কাইপ গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ জনে বাড়িয়েছে মাইক্রোসফট।

মার্চ মাস থেকে ডেটা সংস্করণে পরীক্ষার পর এবার মূল সংস্করণে ফিচারটি যোগ করেছে প্রতিষ্ঠানটি। নতুন আপডেটের ফলে গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যায় অন্যান্য অ্যাপকে ছাড়িয়ে গেছে স্কাইপ।

অ্যাপলের ফেইস টাইম ভিডিও কলে একসঙ্গে অংশ নিতে পারেন ৩২ জন। আর নতুন আপডেটের আগে স্কাইপে একসঙ্গে যোগ দিতে পারতেন ২৫ জন গ্রাহক।

গ্রুপ কলে একসঙ্গে এতো গ্রাহক নিয়ন্ত্রণ করতে গ্রুপ নোটিফিকেশন ব্যবস্থা কিছুটা পরিবর্তন করেছে মাইক্রোসফট। আপডেটের আগে গ্রুপে কল করা হলে প্রতিজনের কাছে আলাদা আলাদাভাবে রিং যেত।

এবার বড় পর্দায় রিং দেখানোর বদলে নোটিফিকেশনের মাধ্যমে পিং করা হবে গ্রাহককে। আর গ্রুপ কলের কোন কোন গ্রাহক আসলেই আপনাকে রিং করতে পারবেন সেটিও ঠিক করা যাবে নতুন আপডেটে। আর গ্রুপ কলের ২৫ জনের কম হলে এখনও ‘কল অর্গানাইজার রিং’ দেবে স্কাইপ।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত