সাড়ে ৬ হাজার মোবাইল ফোনের টাওয়ার বিকল

প্রকাশ : ০১ এপ্রিল ২০১৯, ১৩:২৭

সাহস ডেস্ক

গতকালের কালবৈশাখী ঝড়ে সারাদেশে সাড়ে ৬ হাজারের বেশি মোবাইল ফোনের টাওয়ার বিকল হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১ এপ্রিল) বাংলালিংক এর চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠানের দেড় হাজার সাইট বর্তমানে বিকল রয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় আমাদের ৯,০০০ মোবাইল নেটওয়ার্কের মধ্যে দেড় হাজারের মতো সাইট বন্ধ রয়েছে। এগুলোর মধ্যে ৩ হাজারের মতো সাইট জেনারেটর দিয়ে চালু রাখা হয়েছে।

এছাড়াও জানা যায়, দেশের সব মোবাইল ফোনের ৫০ শতাংশ নেটওয়ার্কে আজ সকাল  ১১টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না। একই কারণে দেশের বড় দুটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রবির অন্তত ৫ হাজার টাওয়ার বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গতকাল (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকা ও বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঢাকায় ছয়জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত