সমুদ্রের প্রাণী রক্ষা করবে রোবট

প্রকাশ | ১৬ মার্চ ২০১৯, ১৯:১৫

অনলাইন ডেস্ক

দিন যতই যাচ্ছে পরিবেশবিদরা ততই চিন্তিত হয়ে পড়ছেন। এই চিন্তিত হওয়ার কারণ হচ্ছে আমাদের চার পাশ থেকে প্রাণিকুলের হারিয়ে যাওয়া। এদের বাঁচিয়ে রাখা আমাদের একান্ত দায়িত্ব।

সমপ্রতি কিছু রিপোর্টে ওঠে এসেছে কেমন করে এক স্থানের সামুদ্রিক প্রাণী অন্য স্থানের প্রাণীর ওপর আঘাত করছে। এশীয় উপকূলের দিকে ক্যারিবীয় উপকূলের লায়ন ফিশ ধেয়ে আসছে কোরাল রিফ ও এর আশপাশে থাকা অন্যান্য প্রাণীর ওপর। এমতাবস্থায় সাগরতটের নিচে গিয়ে এদের রক্ষা করার দায়িত্ব রোবটকেই নিতে হচ্ছে। 

রোবট সঞ্চালনা করে কেমন করে সামুদ্রিক প্রাণীদের রক্ষা করা যায়, তার একটি ভিডিও সমপ্রতি প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে আক্রমণকারী মাছকে কেমন করে রোবটের মাধ্যমে সুরক্ষিতভাবে বন্দি করে স্থানান্তর করা হচ্ছে। এই রোবটের সাহায্যে সামুদ্রিক প্রাণীরা একে অপরের আক্রমণ থেকে রক্ষা পাবে বলে গবেষকরা জানাচ্ছেন। 

দূর নিয়ন্ত্রিত এ রোবটের সাহায্যে প্রাণীগুলো সুরক্ষিতভাবে বন্দি করা সম্ভব এবং অন্যত্র নিয়ে ছেড়ে দেয়াও সম্ভব।

সাহস২৪.কম/ইতু