ফেসবুকের ওপর আস্থা হারাচ্ছে মানুষ

প্রকাশ : ১১ মার্চ ২০১৯, ১৮:৩৭

সাহস ডেস্ক

তরুণদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক। এ নিয়ে টানা দুই বছর তরুণদের ফেসবুক ছেড়ে যাওয়ার হার বাড়তে দেখা গেল। 

যুক্তরাষ্ট্রের তরুণদের নিয়ে করা সাম্প্রতিক এক সমীক্ষায় প্রাইভেসি নিয়ে উদ্বেগের কারণে ফেসবুক ছেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ এ সমীক্ষা চালায়।

সমীক্ষায় দেখা গেছে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ১২ বছর বয়সের অধিক জনসংখ্যার ৬৭ শতাংশ ফেসবুক ব্যবহার করতে, যা ২০১৮ সালে নেমে আসে ৬২ শতাংশে। বর্তমানে তা ৬১ শতাংশে নেমে এসেছে। ফেসবুক ব্যবহারকারীর হার সবচেয়ে বেশি কমেছে ১২ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে। মানুষ ফেসবুক ছেড়ে স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনের দিকে ঝুঁকছে।

প্রাইভেসি নিয়ে উদ্বেগের কারণে গত দুই বছরে ১ কোটি ৭০ লাখ মানুষ ফেসবুক ছেড়ে দিয়েছেন। গত বছরে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর থেকে তরুণদের মধ্যে ফেসবুকের প্রতি আস্থা হারানোর হার বেড়েছে। 

যুক্তরাজ্যের নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুক থেকে তথ্য হাতিয়ে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলার অভিযোগ রয়েছে। এ ঘটনা কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি নামে পরিচিতি পেয়েছে।

এডিসন রিসার্চের তথ্য অনুযায়ী, তরুণদের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা কমলেও বয়স্ক মানুষদের কাছে এটি জনপ্রিয় হচ্ছে। ৫৫ বছর বয়সী বা তার চেয়ে বেশি বয়সীদের কাছে ফেসবুক এখন বেশি জনপ্রিয়। ২০১৭ সালে ৪৯ শতাংশ ও ২০১৮ সালে ৫১ শতাংশ বয়স্ক ফেসবুক ব্যবহারকারী বেড়েছে।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, তিনি প্রাইভেসিকেন্দ্রিক ফেসবুক নেটওয়ার্ক তৈরি করতে চান। তাঁর বিশ্বাস, নিরাপদ ব্যক্তিগত বার্তা আদান-প্রদান করার সেবা উন্মুক্ত প্ল্যাটফর্মের চেয়ে বেশি জনপ্রিয় হবে।

জাকারবার্গ যতই প্রতিশ্রুতি দেন না কেন, তরুণদের আস্থা সহজে ফিরবে কি না, তা সময়ই বলে দেবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত