টুইটার বোর্ড থেকে সরে দাঁড়ালেন ইভান উইলিয়ামস

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৩

সাহস ডেস্ক

জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস টুইটারের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করছেন।

শুক্রবার ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নথি থেকে জানা যায়, চলতি মাসের শেষ নাগাদ উইলিয়ামস বোর্ড থেকে সরে দাঁড়াবেন।

উইলিয়ামস বলেন, ১৩ বছর অবিশ্বাস্য সময় কেটেছে। টুইটারের সাথে থাকতে পেরে আমি গর্বিত।

গুগলের ওডিও ডটকমে (www.odeo.com) কাজ করার সময় ইভান উইলিয়ামস বিজ স্টোনকে নিয়োগ দেন। সেখানেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে দুজনের। ইভান ২০০৪ সালে গুগল থেকে পদত্যাগ করলে স্টোনও তাঁর সঙ্গে চলে আসেন। পরে ওডিওর সাবেক প্রকৌশলী জ্যাক ডরসি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সরল ধারণার কথা জানালে ইভান স্টোনসহ বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে টুইটার প্রতিষ্ঠা করেন। দুই বন্ধুসহ অন্যদের অক্লান্ত শ্রমে সানফ্রান্সিসকোতে যাত্রা শুরু করে খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটার।

উল্লেখ্য, ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ সালের জুলাই মাসে জ্যাক ডরসি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। 

মাইক্রোব্লগিং ওয়েবসাইট, খুদে বার্তার সাইট কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে টুইটার পরিচিত। যাত্রা শুরুর পর থেকেই টুইটার বিশ্বে যোগাযোগ মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের অবস্থানে থাকলেও কখনও কখনও বিতর্কিতও হয়েছে। ২০১২ সালে আরেকটি প্রকাশনা ‘ওয়েব মিডিয়াম’ প্রতিষ্ঠা করেন তিনি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত